যে আনন্দ নিয়ে শুরু হয় একটি পদযাত্রা-
এরপরে আর ছু্ঁয়ে দেখিনি শব্দমালা
বাক্য বুননের ক্যারিশমা
অব্যক্ত থাক অনুভবের অলিতে-গলিতে
নিভৃতে নিরালায় বিচরণের সুখ-
ডুবে আছি অন্য ভূবনে
অন্য অনুভবে
তোমরা একে বলতে পারো
এক ধরণের নিখোঁজ হয়ে যাওয়া
ক্ষতি কি ?
যে যেখানে সুখী !