দ্যাখো, এখানে কিছুই আমার নয়
এই প্রিয় কাজের টেবিল
শোবার ঘর
সুসজ্জিত বসার ঘর
ছিমছাম সুগন্ধিত স্নানাগার
স্বপ্নীল বারান্দা বা ছাদ বাগান
কিছুই আমার নয়
তারপরও এইসব ভীষণ ভালোবাসি-
বোকার মতো
উন্মাদের উন্মত্ততার মতো-
এইসব অভ্যস্ততা হারালে
কিছুদিন বিপন্ন বিস্ময়ে নিমজ্জিত
তারপর মেনে নেই
মানিয়ে নেই ।
সেই কবে জেনে গেছি
এখানে কিছুই আমার নয়-