বহুদিনের বঞ্চনার পরে
লোকটার চুপসানো পকেট
যখন একটু ভরে উঠলো
লোকটার জুইফুল ভাতের পাতে
যখন কাংখিত রুইয়ের টুকরো
সে তার স্বপ্নিল ছাদে উঠে
বাতকাতর পা টিপে টিপে
একান্ত বিস্ময় মাখা চোখে
নক্ষত্র কারুকাজের আকাশ দেখবে বলে-
ছাদের এক নিভৃত কোণে
সদ্যফোটা যুগল গোলাপ
মাথা নাড়ছে বসন্ত বাতাসে-
সে তার অভিজ্ঞ চোখ ফিরিয়ে নেয়
নীচে নেমে আসে গুটি গুটি পায়ে |