শত হানাহানি মারামারি
সব নিষ্ফল জেনে
অবশেষে বেছে নেই
আবারও যাত্রা করি
আত্মসমর্পন করি
নতজানু হই
পুরনো বিদ্যের কাছে
সে আমাকে ফেরায়না
ছায়া বলয়ে হাতছানি দিয়ে
বলে, "খুব তো হয়রান হলে
ফিরে এসো
বোধি বৃক্ষের নীচে
প্রশান্ত হও"