'অনামিকা' হাঁটে উদ্দেশ্যহীন
একজনমের ঘৃণা বুকে চেপে
এক আকাশ অবিশ্বাস নিয়ে
আমাদের শরীর থেকে যার জন্ম
আমাকে ঠকায় যে
পুরুষ সে এক অবিশ্বাসী
ঠগবাজ জাত!


অস্ফুটবাক তবুও আশা জাগে ক্ষীণ


অনামিকা,
আমি কোনো প্রতিশ্রুতি দেবোনা
আশ্বাস দেবোনা বড়ো
'উত্তাল সাগরে গড়ে দেবো
তোমার জন্যে সবুজ দ্বীপ'-
অনেক ঘৃণার জ্বালামুখে দাঁড়িয়ে বলছি,
শুধু একবার বিশ্বাস করো
এই হাত তোমাকে অসহায় পেয়ে
দলিত করবেনা কোনোদিন
তোমার অতুল সম্ভ্রম -


স্তব্ধতার বুক চিরে প্রশান্তির গান


অবাঞ্চিত শোকের মিছিলে
সকল বঞ্চনার মাঝে
তোমাকে জানাতে চাই-
এখনও পৃথিবীতে মানুষ আছে
শুনে নাও আমার নীরব উচ্চারণ।