যদি হাস্যময়ী ফুলেরা ফুটে
যদি মালি না দেয় জল
যদি পুষ্পপ্রেমীরা কবিতা না লেখে
যদি যুগল বন্দী থাকে
ভার্চুয়ালের অলীক জগতে-
তাহলে অভিমানী ফুলেরা কাঁদে
মন ভারী করে ভাদ্রের খেয়ালী আকাশ
ঝুপঝাপ ঝরে পড়ে খাপছাড়া বৃষ্টি
সাগর বাতাস হয়ে উঠে প্রতিবাদী
এলোমেলো করে দেয়
কবির কপালে ছড়িয়ে থাকা
পরিপাটি চুল
নারীর এক চিলতে অবসরে
মনকেমন করা ভাবনা
অল্পায়ু জীবনে শুধু এইটুকু চাওয়া