যে দিকে তাকাই
শুধু  কোটি কোটি মাথা!
কি বিচিত্র এ দেশ সেলুকাস!
আইন কানুনের বালাই নেই,
বিচার নেই
শাস্তি  নেই
নৈতিকতা নেই
মানবতাবোধ নেই
মুল্যবোধ নেই


শুধু লক্ষ কোটি মাথা
সবাই  একসাথে
মগের মুল্লুকে করছি বাস


এতো মানুষ, অনিয়ম  তো বাড়বেই!
মানুষ  কমানোর পরিকল্পনা চাই!
অনেকে হয়তো দুখিত হবেন,
সত্য সবসময় হজম করা কঠিণ


একবারটি ভেবে দেখেছেন কি
এতোটুকু দেশে
এতো জনসংখ্যা কেনো?


যাক সেকথা,
তুমি পথে অসহায় একলা
দাঁড়িয়ে থাকলে
মানুষগুলো মজা লোটে
এগিয়ে আসেনা কেঊ


আর রাষ্ট্র ভরে গেছে
লক্ষ বিলাসী দায়িত্বহীন নব্য জমিদারে


এই শীত রাতে সে কোথায় যাবে?
কে দেবে সন্তানদের নিরাপদ আশ্রয়?
আমরা ভুলে যাই
বস্ত্র বালিকাদের ঘামে
এদেশে চলছে এতো মাস্তি
নয় কি?