অমন বেকুবের মতো
চেয়ে থেকো না
জানি তোমাকে মানায় না
উপবাসী সন্তাপ
আবেগী নির্বুদ্ধিতা
চোখের গহবরে শুকানো জল
কেউ দেখেনা
স্মৃতি হাতরে শুধু উঠে আসে
অনাকাঙ্ক্ষিত দু:খের বর্জ্য
জানি দোটানায় তুমি
পেছনে ফেলে আসা বেদনা-নদী
সামনে অজানা মহাসাগর
শেষ কথা নয় সমুদ্র বিলাস
এর থেকে সত্য নয় কি
হাঙ্গর-কুমিরের নিয়ত উপদ্রব