বেশ ক'টা স্যাঁতসেঁতে দিন পার করে
রাতের আকাশে সাদা মেঘ
অন্ধকারের ক্যানভাসে
উজ্জ্বল চাঁদের বিচ্ছুরিত আলো
হাতের আঙুল গলে
জলের মতো ফুরিয়ে যাচ্ছে
হীরকখণ্ড সময়
রাত ফুরোলে রূপকথা শেষ হবে
জেনেও কেন চলে যাও দূরে
বহুবার সময়ের ডানায় বাধতে
চেয়েছি নীল সুতো-
সে উড়ে গেছে ঘুড়ি হয়ে -