১.
যদি ইচ্ছে হয়
সময় করে এসো
সুস্থির হয়ে বসো
এই সুশীতল ছায়ার নীচে
নীল আকাশের সামিয়ানায়
বিস্তৃত সরোবরের প্রবাহমানতায়
একান্ত নির্জনতায়
ভাষা, শব্দ, সংকেতে বুঝে নেবো
যতটুকু বোঝা যায়
বোঝানো যায়
কিছু নতুন করে শিখে নেবো
কিছু শেখা স্মৃতি ভুলে যাবো
বাকীটা অজ্ঞাত থাক
এখানে যুক্তিহীন অভিমান নেই
অধীর অপেক্ষা নেই
ধরে নিও এ এক স্বেচ্ছা নির্বাসন
মন না চাইলে, এসো না
অকারণ জোরাজুরি নেই
বিদ্বেষী যুদ্ধও নেই


২.
দুচোখে দেখতে চাইনা এমন  কিছু
কানেও শুনতে চাইনা প্রবঞ্চনার আর্তনাদ
না দেখলে কি ক্ষতি?
না শুনলে কি এসে যায়?
আমি তো নুড়ি-পাথর কুড়িয়েই তুষ্ট
রাজার মণিমাণিক্যের ভাণ্ডার
এক জীবনে না হয় অচ্ছুত থাক!