........বহু কাংখিত সেই মূহুর্তটি এসেছিলো
অনেক অপেক্ষা আর সাধনার পরে  
........ততক্ষণে গোধূলী রঙ বিকেল নিভে গেছে
রাত বেড়ে হয়েছে গভীর
.........বাগানের বর্ণময় ফুলেরা ঝাপসা ধূসর
হয়তো কিছু পাপড়ি ঝরে গেছে
নীরবে অর্থহীন অভিমানে
.........হ্রদের জলে ভৌতিক অন্ধকার
ঝাঁকিয়ে দেয় রাতপাখীদের ঝটপটানি
.........মস্তিষ্কের ভেতরে সুবাসিত দুখ
চারপাশের সব অস্তিত্ব মুল্যহীন অসাড়
এইসব সময়ের নিরীখে গল্পকথার মতো
.........এমনকি খোদ গ্রন্থকের কাছেও