সবাই মিলে নেমেছে এক কুতসিত প্রতিযোগীতায়
এখানে মানুষকে অকারণে হেয় করতে করতে
মাটিতে মিশিয়ে ফেলা হয়
এখানে বিবেক নেই বিবেচনা নেই
নৈতিকতার ন্যুনতম বালাই নেই
কি নিয়ে বেঁঁচে আছে আবর্জনার মতো মানুষগুলো
এই মানবেতর বেঁচে থাকা কি খুব জরুরী ছিলো ?
স্বজাতিভক্ষণে এই অদ্ভূত পারদর্শিতা
আর কোন প্রাণীর মাঝে আছে কিনা
খুঁজে দেখতে সাধ হয়
একটি বিশুদ্ধ রোদঝলমলে সকালকে
বিষিয়ে দেয় এক লহমায়
আকষ্মিক বোমাবাজির মতো
কবে আরএকটু মানুষ হবে মানুষ