সোনার পুতুল শুইয়ে দিলাম মাটির নীচে
"ও"কীটপতঙ্গ তোমরা ওকে ছুঁয়োনা
ওকে যে মমি করে রাখতে চাই আমি
সবার কাছে ভিক্ষে চেয়েছি ওর আয়ু
ডাক্তার-নার্স-হাসপাতাল-দেশ
সবার কাছে
ঈশ্বরকে বলেছি মিথ্যে এ বেঁচে থাকা
ওর বদলে আমাকে কেনো নিলেনা
মিথ্যে এই শুন্য্যতা নিয়ে বেঁচে থাকা
পায়ের নীচে কাঁচের টুকরো মাড়িয়ে
দিনশেষে ঘরে ফিরলে কেউ বলবেনা "কেমন আছো বাবা"
"তোমার মাথায় একটু হাত রাখি "
এমন করে কেউ বলবেনা
কে কোথায়  আছো আমাকে নিয়ে যাও
ফিরিয়ে  দাও অবোধ  শিশু
বদলে নিয়ে যাও এই নিস্ব আমাকে
দেখতে দাও ওকে
পরমা সুন্দরী এই পৃথিবী
দারুণ তৃষ্ণার্ত চোখে-


* সন্তানতুল্য শিশুটির অকালপ্রয়ানে মন আজ ব্যথাতুর....