অমন নীচু শোনালো কেনো
তোমার উচ্ছল কণ্ঠস্বর
উচ্ছাসহীন উচ্চারণের মতো
তুমি কি বিরক্ত, রাগান্বিত
তুমি কি দুখিত
তুমি কি উদাসীন
বিড়বিড় করে কি শব্দমালা উচ্চারণ করছো
খুব ব্যস্ত আজকাল
সময় কোথায় তোমাকে পাঠ করার
তুমি অভিষাপ দিলে
নাকি অভিনন্দিত করলে
এই সুধীসমাগমে
এই উজ্জ্বল আসরে
কিসের কষ্ট আটকে ছিলো গলায়
তোমাকে ভাবতেই
ঝরা শিউলি,  ভাটার নদী
সিত্রাং এর মুখগোমড়া আকাশের কথা
কেনো মনে হলো