হে মানব এ তোমার কেমন আচরণ
যাহা দেয় প্রাণ তাহারই নেও প্রাণ।
কেটো গাছ, কোরোনা জল অপচয়
প্রকৃতি দিচ্ছে আমাদের প্রাণের সঞ্চয়।
জলাভাবে মরবে দুকুল, হবে মরুভূমি
জল বাঁচাতে আসুন সবাইকে সচেতন করি।
প্রাণীর প্রাণ গাছেরও প্রাণ এক সূত্রে গাঁথা
গাছ বিহীন প্রাণীরা হবে দিশেহারা।
চারিদিকে উষ্ণায়ন,দূষণ,জলের সঙ্কট
প্রকৃতির রোষে প্রাতিকূল্য হইবে নির্মূল।
সেদিন দূর নাই প্রাণহানির দিন
মানবজাতি র ঘুম এখনো গভীর।
আসো বন্ধু আসো ভাই হাতে হাতটি ধরি
ধর্মের লড়াই বন্ধ করে প্রকৃতি রক্ষা করি।