মন পাড়ার তুলিটা আজ কিসব আকছে
আড়ালে,আবডালে,ব্যস্ততায় মন শুধু তোমায় খুজছে-
পাওয়ার আশায় বুক বেধেছে মন পাড়ার ঐ ছেলেটা
নিভু নিভু করেও জ্বলছে আস্থার আলোটা
স্ব্প্ন বলছে তুমি পাবে,তুমিই শুধু পাবে
বাস্তব বলছে চিন্তাটাই তোমায় জ্বালিয়ে পুড়িয়ে খাবে
দোটানার দাঁপটে আজ ছেলেটা ভয়ে কাঁদছে
চোখের জলও বলছে আসছে,কেউ আসছে
আসার তরেই পথের দিকে ছেলেটা চেয়ে আছে
এলেই তাকে নেবে জাপটে নিজের মনের কাছে
আশা তার প্রানে,আশা অধ্যাব্সায়
ছেলেটা তাই বসে আছে আজও তোমার অপেক্ষায়