আরাধনা
           সুমন রঞ্জন সেন
            19/08/2019
মনে মনে ধ্যানে বসে
মাতা পিতার আরাধনা,
আশিস্ পেলে ধরাধামে
কর্ম পথে যে সাধনা।


ভাবের বশে এমন হবে
বন্দে চিত্তে গুরু স্মরণ
অন্তর মাঝে কেমন করে
সাড়া জাগে দেখব চরণ।


হৃদয় দিয়ে বন্দনাতে
মহাদেবের  চরণ যুগল,
আসতে হবে হৃদয় মাঝে
ছেড়ে এবার আপন ভূতল।


শত পুষ্প দিয়ে ভক্তি
জগত মাতা দশভূজা,
উদার ভাবে কৃপা কর
করব তোমায় নিত্য পূজা।


জরৎকারু মুনির পত্নী
মনের কোণে কত আশা,
কাশ্যপ ঋষির অন্তর থেকে
সর্পদেবী মা মনসা।


বিষহরী চরণ ভজন
শত পুষ্প করি যুক্ত
মনের ভিতর বিষ যাহা
বিনাশ করে করো মুক্ত।


দেব-দেবীর চরণ বন্দি
সবার মঙ্গল আশায় সুমন,
নয়ন মেলে দেখলে পরে
সেজে উঠবে মধুর ভুবন।