বন্ধন সূত্র
       সুমন রঞ্জন সেন
        13/08/2019


রাখী বন্ধন সবার জানা
রঙিন সুতা হয়তো দেখা,
ভাই-বোন সত্যি অপার মায়া
অটুট বন্ধন দৃষ্ট রেখা।


আপন বোনকে হৃদয় দিয়ে
সবার চেয়ে বাসবে ভালো,
অন্য বোনকে দেখলে যেন
চিত্ত হউক না যে কালো।


চলার পথে নয়ন মাঝে
দেখবে শত বোনের মতন,
রক্ষা করতে আসবে সবাই
প্রয়োজনে করবে কথন।


নকল মায়া ত্যাগ করলে
বন্ধন অটুট থাকবে ঘরে,
রক্ষা করতে ভুলে গিয়ে
শত শত বোন যে মরে।


শুভ লগ্নে শপথ পুনঃ
ভাই এর হস্তে রাখী দিবে ,
অচেনা বোন দেখলে তবু
বোনের মতন ধরে নিবে।


আপদ-বিপদ আসলে পরে
হোক না যেন ভাই-বোন কাহার,
যথাসাধ্য করবে চেষ্টা
যেমন আছে করবে যাহার।


Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.