ভবের খেলা
         সুমন রঞ্জন সেন
       02/03/2020


একা আসা ভব পারে ধাপে ধাপে সবে
জন্ম নিয়ে মাতৃ ক্রোড়ে দুগ্ধ পানে রবে,
পিতা মাতা স্নেহে বড় শিশু আছে যত
মায়াময় ভব পারে কর্মে সব রত।


দিবানিশি যাচ্ছে চলে, গড়ে চলে চাকা
গতিধারা দেখে দেখে চিত্ত আঁকাবাঁকা,
ধরা নীতি মেনে মেনে যেতে হবে চলে
শত লোকে শত কথা মুখে মুখে বলে।


বহুরূপী আছে শত বহুরূপে থাকে
জলের মতন দেখা থাকে ঝাঁকে ঝাঁকে,
পুষ্প ফুটে ঝরে পড়ে পুনঃ ভোরে ফুটে
ক্ষণিকে ধরায় থাকে গন্ধ ভেসে ওঠে।


চলে গেলে ব্যথা শুরু শুধু লাগে মনে
কালো ছায়া চিত্ত মাঝে অগ্নি শিখা বনে,
স্মৃতি গুলো ভেসে ওঠে, ওঠে বার বার
অশ্রুধারা বহে চলে, কর্মফলে সার।


চিত্তে নাহি ভেদাভেদ, তবে পুণ্য চিত্ত
এক রক্ত মাংসে গড়া আত্মা খেলে নিত্য।
চলে গেলে ধরা থেকে নাম শুধু কর্মে
কর্মফলে শত কথা নিত্য জন মর্মে।