ভব লীলা
         সুমন রঞ্জন সেন
         22/08/2019


জন্ম-মৃত্যু ভব লীলা
মায়া ভরা মন,
কত নিজ কত পর
সঙ্গে কত জন।


আদি অন্ত অজানা যে
আশা নিয়ে চলা,
দেখে দেখে ভাব জাগে
নানা কথা বলা।


ছুটে চলি দিকে দিকে
থাকে সদা ঢেউ,
কান্না-হাসি নিত্য সঙ্গী
সাথে থাকে কেউ।


শান্তি পাবো চিরতরে
চিত্ত মাঝে ভাসে,
নিত্য দিনে শত দৃশ্য
শুধু স্রোতে আসে।


ক্ষণিকের এ জীবন
চাই ভালোবাসা,
ভাগ্যে কিছু কর্মে কিছু
মিটে যাবে আশা।