ইংরেজি ছন্দ: ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
       ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv
-------------------------------------------
বঙ্গ ভাষা
             শ্রী সুমন রঞ্জন সেন
              ১২/০২/২০১৯ ইং


কথ্য মুখে     বঙ্গ ভাষা 
দৃষ্ট মনে       সর্ব আশা।
সৃষ্ট শত      কাব্য মাঝে
কর্ম সেথা   নব্য সাজে।


মাতৃভাষা      স্বর্ণ সম
সত্য বটে      দীর্ঘতম।
গুপ্ত থাকে    সুপ্ত রবে
নিত্য সেরা    দুগ্ধ হবে।


গল্প বলা       পদ্য লেখা
ভাষ্য মতে     গদ্য শেখা।
সভ্য কালে    অন্য কিছু
স্বপ্ন দেখে      রম্য পিছু।


বঙ্গ ভূমে       মূল্য শত
জন্ম নিলে    ভাষ্য শত।
স্বল্প লোকে   অল্প হাসে
সত্য তারা     নিত্য নাশে।


××××××××××××××××××××××××××××××××××
ম্রৈত্যুয়িকী ছন্দ ও কবিতার উদ্ভাবক ও প্রবর্তক কবি ও গবেষক প্রভাষক কালাচাঁদ মৃত্যু।