বরিষা আগমে
          সুমন রঞ্জন সেন
            3/06/2021


বরিষা আগমে বাহারি রূপেতে
খুশিতে কেমনে নাচিছে ধরাতে
সাজিছে ধরণী।
ফুলেরি প্রকাশে সুরভি ছড়ায়ে
ফলেরি বিকাশে চলিছে ধারায়ে
শোভিত জননী।


মেঘেরি সহিতে গাছে'রা নাচিছে
নাচিতে নাচিতে কতটা পড়েছে
দেখিবে নমুনা।
জলেরি পরশে এমনি কালেতে
সুচেতা লাগিছে গাছেরি প্রাণেতে
মনেরি ধারণা।


গড়িয়ে গড়িয়ে নদীতে মিলেছে
বুকেতে ফুলেছে দু'পাশে ঠেলিছে
মিলনে মহিমা।
বাড়িয়ে চলেছে প্রবাহী জলেরি
চলিতে চলিতে যৌবনে লহরী
প্রেমেরি গরিমা।


পেঠেরি তাগিদে চাষিরা চাষেতে
মাঝিরা নদীতে জেলেরা কাজেতে
ভবেরি মেলাতে।
বাটিকা ভেঙেছে উড়িয়ে নিয়েছে
কত যে ডুবেছে কাঁদিয়ে চলেছে
কালেরি তালেতে।