চামচাগিরি
          সুমন রঞ্জন সেন
            30/08/2019


নেতার চামচা গলায় গামছা
মুখের দাপট সারা,
লোকের ভাবনা মহান মানুষ
এইতো আপন তারা।


হরেক কাজের খেয়াল রাখেন
নীতির কথন মুখে,
ভিতরে কেবল নিজের চিন্তা
ক'জন আছেন সুখে।


নেতার সঙ্গে থাকতে থাকতে
বাড়ছে দালান গাড়ি,
কেমন ভাবেই এমন বাড়ান
টাকা পয়সার সারি।


কাজের বেলায় দেখতে ভীষণ
নিয়ত কলম মারে,
লাভের লাগিয়া চামচা লোকটি
তেলবাজি করে তারে।


অনেক কর্মে দেখবে লাইন
আইন কানুন খাড়া,
টাকার মানুষ,দালাল থাকলে
বদল নিয়ম ধারা।