ইংরেজি ছন্দ: ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
       ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv
-------------------------------------------
  চিত্ত নাচে
                   শ্রী সুমন রঞ্জন সেন
                    ৩০/১২/২০১৮খ্রি


বর্ষ গিয়ে   বর্ষ আসে
স্বর্গআশা   মর্মে ভাসে।
চিত্ত নাচে   হর্ষ নাদে
নব্য রসে    ভৃত্য কাঁদে।


দীপ্ত শিখা    লক্ষ্যহারা
দৃষ্টরেখা       সর্বহারা ।
কর্মশালে     ন্যস্ত  সবি
চিন্তা নিয়ে   ব্যস্ত কবি ।


তর্ক ভুলে        কর্ম কর
শক্তি যত         ব্যক্ত কর।
সৃষ্টি নত           মগ্ন কাজে
তত্ত্ব জেনে        ভক্ত লাজে।


রিক্ত দেহে        নিত্য রোগে
ক্লান্তি সহে        কর্মে ভোগে ।


Suman Ranjan Sen
Karimganj, Assam, India


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ    


ম্রৈত্যুয়িকী ছন্দের উদ্ভাবক শ্রদ্ধেয় কবি কালাচাঁদ মৃত্যু মহাশয়ের নিয়ম মেনে লিখিত।