চিত্তদাহ
      সুমন রঞ্জন সেন
               3/07/2021 5:28 pm


পিতা মাতা আশা করে  শিশু হবে ভালো
সেবা রেখা মনে প্রাণে যথাসাধ্য দিয়ে
শিক্ষাধারা ধাপে ধাপে গৃহে বিদ্যালয়ে
কত শ্রমে হাসি মুখে আলো চাই আলো।


কত পীড়া সহ্য করে কর্মফলে পদে
কর্মধারা দেখে তাহা কত বুকে জ্বলে
শত কথা মুখে বলে কর্মধারা ভুলে
কত আশা শত হেলা তাহা জ্ঞাত হৃদে।


চিত্তদাহ কেন তোমা ? চিত্তপূর্ণ কিসে!
পদে প্রতি এত আশা ক্রিয়া করো তবে
হিংসা ভুলে মানবতা দাও প্রণোদনা।


জ্ঞাত হও তাহা প্রতি,চলো মিলেমিশে
স্বীয় পেশা বিবেচনা ভালো তাহা হবে
কাজে দিবে নব দিশা মননে চেতনা।