ছন্দময় জীবন
       সুমন রঞ্জন সেন
       24/08/2019
চলনে ছন্দ কথনে ছন্দ
রূপের ছন্দ হাস্যময়,
মনের ভেতর সুরের লহর
কাব্যে ছন্দ শোভময়।


জীবন মেলায় মায়ার ছন্দ
আশায় আশায় যায় বেলা,
নয়নে নয়ন থাকব যতনে
মনের মিলনে শুধু খেলা।


গানের ছন্দ লেখায় ছন্দ
ছন্দ দেখবে সারি সারি,
নারীর মননে কেমন ছন্দ
মনের বাঁধনে নর-নারী।


কবিতা যখন কবির মননে
কবিতার সাথে ভালোবাসা,
আপন লীলায় কবিতা সাজায়
কবির মনের মিটে আশা।


মায়াবী সঙ্গ সাজানো অঙ্গ
মনের পরশে মন সাজে,
দেহের ভিতর পরম আধার
শান্তি কামনা ভব মাঝে।