দুর্গতিনাশিনী
       সুমন রঞ্জন সেন
       23/10/2020


ভিন্ন রঙ্গে চলছে এবার
শত কষ্টে আছে যত,
পুণ্য ধরা কেমন ভাবে
ক্ষণিক সুখে আছে কত।


কত বাধা চলছে বহে
ভব মাঝে ভোগে জনে,
হাসি মুখে দুঃখ ঢাকা
শান্তি নাহি মিলে মনে।


কত আছে গৃহে বসে
ক্ষণিক ভক্ত মণ্ডপ মাঝে,
শত ব্যথা হৃদে নিয়ে
তাহা কেমন করে সাজে।


দেবী দুর্গা দশভুজা
কেমন ভাবে আরাধনা,
করজোড়ে ডাকি মা গো
তেমন ধারা যে অজানা।


অপূর্ণ যাহা দেখবে মর্মে
পূর্ণ করো মা গো তুমি,
হৃদয় দিয়ে তোমা চরণ
বিভোর হয়ে পুনঃ চুমি।


সকল কষ্ট বিনাশ করতে
ডাকি তোমায় বারে বারে,
আদ্যাশক্তি মহামায়া
জেগে ওঠো ভব পারে।