"জ্ঞানীপাখি"
                      কবিশ্রী সুমন রঞ্জন সেন
                        ২৩/১২/২০১৮ইং


জ্ঞানী পাখি গাছে আছে চিন্তার নাই কারণ,
ডালে ডালে  নানা পাখি  ভিন্ন রকম চলন।


কতো পাখি শুধু দেখে  কথা বলা বারণ,
গুণী অনেক  আছেন যখন কোনো নাহি চিন্তন।


দেখে দেখে চলব যেন  বলব কাকে  গিয়ে,
চলতে যদি পারি ভবে চিন্তা নাহি তা নিয়ে।


ডালে তবু বসতে ইচ্ছা  জলে গেছে ভিজে,
হাঁটার জন্য বাসনা জাগে ধৈর্য  ধরব নিজে।


সূর্যের আলো  যখন আসবে দেখব নব আকাশ,
এমন সময় কিভাবে দেখবে চক্ষু তেজে গ্রাস।


মধ্যাহ্ন কালে এত উষ্ণ, চলার পথে হৃদয় কেঁপে,
বিকেল বেলা  কেমন ভাব পাখির অন্তর
আছে ফেঁপে।


সন্ধ্যা  যখন ঘনিয়ে আসে  কোথায়  যাব
নাহি নিশানা,
রজনী কেন এমন কালো  ঘুমে পড়ে
যেতে বাসনা।


Suman Ranjan Sen
Karimganj, Assam, India