হোলি হোলি
            শ্রী সুমন রঞ্জন সেন
             (সহকারী শিক্ষক)
               21/03/2019
হোলি হোলি খেলব রাধা
নানা রঙের আবির আছে,
কৃষ্ণের আনন দেখে রাধা 
কেমন করে অন্তর নাচে।


কোমল গালে একটু হবে
নব রঙে তনু সাজবে,
এমন খেলা যখন হবে
প্রেমের ঢেউ যে এমনি আসবে।


রাধা কৃষ্ণের মিলন মেলায়
শত রঙের ভাবের খেলা,
হস্ত মাঝে আবির নিয়ে
হচ্ছে যেন হোলির মেলা।


রাধার পাশে কৃষ্ণ যখন
অন্তর তখন শান্ত থাকে,
চিত্ত যখন হাসিখুশি
জীবন তখন শান্তি রাখে।


মনের দরজা খুলে দিয়ে
হোলি খেলবে নব রঙ্গে,
সবার অন্তর হাস্য থাকবে
শান্তি মিলবে মিলন সঙ্গে।


রঙের হোলি রঙিন দৃশ্য
শত রঙে হৃদয় সাজে,
হাসি থাকবে অন্তর আকাশ
শান্তি মিলবে জীবন মাঝে।


Suman Ranjan Sen
Karimganj,Assam,India.