ঈদের পালা
         সুমন রঞ্জন সেন
          05/06/2019
রোজা পরে ঈদের পালা
হাসিখুশি সবাই থাকে,
ঈদের দিনে সকাল বেলা
খোকা খুকি ঘুরতে থাকে।


ঈদগাহের জমায়েতে
ধনী-গরিব ভেদাভেদ নয়,
ডাকে ঈশ্বর প্রাণ ভরে
শুদ্ধ অন্তর হতে যে হয়।


ধনীর দানে গরীব সবাই
অর্থের অভাব কিছু পূর্ণ
শুভ লগ্নে এমন কর্মে
দীনের কষ্ট হচ্ছে চূর্ণ।


খাবে সবাই মিষ্ট সেমাই
নামাজ যেন পড়া শেষে,
প্রতিবেশী পাবে তাহা
কোলাকুলি করবে এসে।


অহং ভুলে মেলামেশা
ঈদে কেবল মাত্র যে নয়,
ধনী-গরিব সদা শান্তি
মিলেমিশে যখন রয়।
Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.