জেগে ওঠো বীর
        সুমন রঞ্জন সেন
         1/09/2019


শত বাঁধা দূরে ঠেলে
চলা নয় ধীর,
নিত্য যারা লড়ে তাঁরা
মহান যে বীর।


যুগে যুগে ধরাধামে
সত্য ওঠে ভাসি,
কর্ম মাঝে মর্মে থাকে
জন মনে হাসি।


পাপী-তাপী পুনঃ জাগে
জেগে ওঠো বীর,
প্রতিবাদে গর্জে ওঠো
উচ্চ করে শির।


যুদ্ধ করে প্রাণ দিয়ে
শহীদ যে কত,
ইতিহাসে স্বর্ণাক্ষরে
চিরস্থায়ী শত।


সত্যি তারা জন্ম নেয়
জন রক্ষা তরে,
শত বাঁধা ভুলে গিয়ে
হেসে হেসে মরে।