জন্মভূমি
    সুমন রঞ্জন সেন
9:05pm
23/07/2021


ধন্য মোর জন্মভূমি জন্মেছি এ দেশে
হয়েছি বড় সেথায় কত ভালোবেসে।


নদী নালা খাল বিল কত কিছু আছে
বনে আছে কত পশু ডালে পাখি নাচে।


রোদ দেয় মেঘ দেয় বহে চলে বায়ু
প্রকৃতির কত লীলা বাড়ে মম আয়ু।


শোভাময় দৃশ্য ভাসে দেখিবে নয়নে
আরো সুন্দর রাখিব আছে মম মনে।


জলেতে নাহি ফেলবো আবর্জনা যত
এক স্থানে রেখে দিয়ে সাফ সাধ্যমত।


এদিকে সেদিকে নাহি থুথু ফেলা হবে
পথঘাট চারিপাশ পরিস্কার রবে।


দিকে দিকে বহে যাবে নির্মল বাতাস
পূর্ণিমা তিথিতে দেখা দারুণ আকাশ।


মেঘ রাশি দেখা যাবে বর্ষাকাল এলে
জলে ভিজে চারিপাশে হৃদয় যে খেলে।


গাছপালা যথাসাধ্য করব যতন
প্রকৃতি মোদের গর্ব অমূল্য রতন।


রাখবো খেয়াল সদা মোর মাতৃভূমি
চিরকাল মনোহর রবে জন্মভূমি।