জীবন দর্শন
            সুমন রঞ্জন সেন
            03/08/2019


শিশুকালে মাতা-পিতার
ক্রোড়ে থাকতে চাই,
দুগ্ধ পানে মুগ্ধ চিত্ত
অনেক আদর পাই।


একটু বড়ো হলে পরে
স্কুলে গিয়ে পাঠ,
গুরু আদেশ মেনে চলি
বিকাল বেলা মাঠ।


আসে যখন নবীন যৌবন
চিত্তে প্রেমের রস,
যুগল মিলন নতুন সঙ্গী
সংসার চাপে বস।


খেলে খেলে সিন্ধু সাজে
শিশু নিয়ে বাস,
মানুষ করতে মাথা ঘুরে
কতো কিছু নাশ।


বৃদ্ধ কালে স্মৃতি ভাসে
জীবন দর্শন  বেশ,
হরির ডাকবে হৃদয় ভরে
যখন লীলা শেষ।


Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.