জীবন যাত্রা
            সুমন রঞ্জন সেন
             30/03/2020


মাঝে মাঝে বিপর্যয় আসা খুব ভালো
তখন মুখোশ মানব,আত্মীয়
সব চেনা হয়ে যায়
তবে ভালো
দারুণ যে অভিজ্ঞতা মিলে।


নভ যত কালো হবে
হয় চাঁদ নয় রবি
কালো দূর করে ফেলে।


দৌলতে শতক লোভ সত্যি
চঞ্চল হৃদয়...


ভোরে রবি দেখার আশায়
মন ছটফট করে ওঠে
শত কলি
ভিন্ন রঙ্গে,ভিন্ন গন্ধে
সময়ে দেখবে প্রস্ফুটিত দৃশ্য
হয়তো আনন্দ, নয়তো বেদনাময়।


যখন উদার রবির অন্তর
অসহ্য যাতনা মননে কেবল
চাঁদ পানে চিত্ত থাকে
ধীরে ধীরে দিবা চলে
হাসিখুশি মন
চাঁদের আলোয় নতুন আকাশ।


অপরূপ দৃশ্য
মুগ্ধ চিত্ত
ক্ষণিকে বদল হৃদয় আকাশ
রবি আলো ভীষণ সুন্দর।


রাত থেকে দিবা ভালো
দিবা থেকে রাত ভালো
ভাবে চিত্ত ধনে আশ
লোভে মতি শান্তি নাশ
রঙ্গমঞ্চে রঙ্গখেলা
চলছে জীবন যাত্রা।