জীবন পথে
      শ্রী সুমন রঞ্জন সেন
         ০১/০৩/২০১৯ ইং
জন্ম নিয়ে শুরু খেলা
শুধু চলা ধরে হাত,
সবাই যেন স্নেহে বলে
খেতে হবে ভাত।


বয়স যাচ্ছে কেমনে চলে
কিছু করি নাই,
জীবন মাঝে সদা অভাব
শান্তি কেবল চাই।


চলার পথে শত সঙ্গ
সাথে থাকে কেহ,
অনেক দেখবে জগত মাঝে
নিত্য থাকে গেহ।


সুখে দুঃখে জীবন গড়া
মনে কেন ভয় ?
কেটে গেল কেমন করে
কবে দেখব জয় ?


কালো থেকে সাদা এবার
মাথার চুলের রং,
জীবন পথে নানা রকম
চলতে থাকে ঢং।