কত রূপ  
                  সুমন রঞ্জন সেন
                  03/06/2020


তুমি হীনা
প্রাণে কষ্ট
তৃষ্ণা মিটালে যে পুনঃ পুনঃ।


ধীরে ধীরে বহে চলো
খেলে খেলে আপন মননে...
তুমা বুকে শত আসে
বুকে গাঁথা কত আশা...
শুরু থেকে শেষে তুমি
জীবন সাথী যে।


তিমিরাচ্ছন্ন আকাশ
মেঘের গর্জন
কত কাঁপে!


বৃষ্টি হয়ে ধরা মাঝে বর্ষা কালে
প্রকৃতি নতুন রূপে
গাছপালা কত খুশি...
খুশি কত নর-নারী।


রুদ্র রূপে ধরায় যখন
খাল,বিল,নদী-নালা,সাগর,মহাসাগর
দিকে দিকে জলে পূর্ণ
যৌবন তরঙ্গে মহা আনন্দে তুমুল নৃত্য
দেখিবারে শত থাকে...  
ভাবিবারে কত আছে।


কত কাঁদে স্মৃতিপটে
নিঃসঙ্গ নাকি জীবন!
অশ্রু সিক্ত নয়ন যুগল।


কত রূপ...
সময়ে সময়ে দৃষ্ট
অন্তরে জেগেছে তা এখন।