কোমল চরণ
                      শ্রী সুমন রঞ্জন সেন
                       ১৯/১২/২০১৮ইং


কত কষ্ট, কত সাধনা
দেখার আশা কোমল চরণ,
পেয়েছি যখন  হৃদয় মাঝে
জাগে কত স্বপন।।


চরণ দেখে হাসি অন্তরে
সব দুঃখ ভুলে,
ধৈর্য যখন করেছি ভবে
নাহি গেছে বিফলে।


এমন ঢেউ আনন্দ মনে
রতন মিলেছে জীবনে,
হস্তের উপর  চরণ রেখে
স্নেহ করব যতনে।


কল্পনা জাগে নব স্বপ্ন
করব কত খেলা,
পূরণ যদি হয়ে যায়
দেখবে শত মেলা।


Suman Ranjan Sen
Karimganj, Assam, India