মেঘাচ্ছন্ন
         সুমন রঞ্জন সেন
         17/06/2020


ক্ষণিকে আকাশে শত ছবি
বারে বারে ভেসে ওঠে
মেঘাচ্ছন্ন
এদিক থেকে ওদিকে
ওদিক থেকে এদিকে
নেচে নেচে
ঘোরাফেরা
গাছপালা কত খুশি
রাণীর পরশে গাত্রে পত্রে
মুকুলিত হবে শত ভাবধারা
বর্ষা আসবে না
দ্রুত বেগে সমীরণ
মেঘছায়া গেছে উড়ে 
নীলবর্ণ নভ মাঝে
ঝিলিমিলি হাসে
বর্ষাকালে জলরাশি দিকে দিকে
সাগরের ঢেউয়ের সাথে হবে কত খেলা
মেঘখণ্ড ঘুরছে আপন মনে
মৃদু বায়ু সাথে বহে
গতি রেখা কখন যে শান্ত হবে
যেতে যেতে ক্লান্ত রাণী
ক্ষণিকে কোথাও যেন
বর্ষা হয়ে নেমে যাবে।