"মাতৃভাষা"
        শ্রী সুমন রঞ্জন সেন
            19/02/2019
মাতৃভাষা ভিন্ন ভিন্ন
আপন ভাষা সবার সেরা,
কেহ কেহ অন্য খোঁজে
নিত্য কেবল করে জেরা।


যতো ভাষায় আছে বর্ণ
পুষ্পের মতো নানা রকম,
নব্য রঙ্গে  সেজে তোলো
ধন্য করো মানব জনম।


সৃষ্ট ধারা বজায় রাখবে
দেখা যাবে পুষ্প গন্ধ,
রত্ন আলোয় হৃদয় আকাশ
কালো ছায়ার ধারা বন্ধ।


মাতৃভাষার শত রূপ
সবাই শিখবে সঠিক ভাবে,
যদি পারো আশার বশে
অন্য রূপ দেখতে যাবে।


যতো রকম ভাষা আছে
সবই থাকবে জগত মাঝে,
পুষ্প রূপে জগত ধামে
সেজে থাকবে নব সাজে।


মাতৃভাষা  মাতৃদুগ্ধ
জন্ম নিয়ে শুনবে মুখে,
ধাপে ধাপে বদল হবে
ভাষার ফলে চিত্ত সুখে।


জন্ম থেকে মৃত্যু দিনে
বলবে সবাই  মাতৃভাষা,
তাহা নিয়ে অন্তর আকাশ
জীবন ধারা  শোক-হাসা।


ফুলের পাপড়ি দিয়ে পুষ্প
নব রূপে দৃষ্ট রম্য,
ফুটবে হাসি  হৃদয় মাঝে
আনন মাঝে দেখবে সৌম্য।


Suman Ranjan Sen
Karimganj,Assam,India.