মোদের দেশ
               শ্রী সুমন রঞ্জন সেন
               ১৯/০১/২০১৯ ইং


মোদের দেশ মোদের কাছে
জগত সেরা হবে তখন,
সবাই মিলে থাকি সেথায়
মিলেমিশে থাকব যখন।


সারি সারি গাছপালা
পাহাড় পর্বত নদী নালা,
মাঠে দেখা খেলার পালা
ফুল দিয়ে ফুলের মালা।


গ্রাম-শহর যায় দেখা
নানা রকম ঘর-বাড়ি,
গাছপালা  শত শত
দেখা যায় সারি সারি ।


রবির কিরণ  দিকে দিকে 
এতো সুন্দর নতুন সাজ, 
পাখির গানে মোহিত মন
যাই যে ভুলে ভোরের কাজ।


নদীর বুকে মাছ ধরে
সাথে জেলে গান গায়,
পারে আছে পশু পাখি
নানা খাবার তারা খায়।


নানা ভাষা নানা মত
বিভেদ ভুলে বোন ভাই ।
মিলেমিশে  থাকি সদা
কর্মে ব্যস্ত   আমরা সবাই,


পূণ্য ভূমে জন্ম সবার
প্রেমে ডাকে মা যে তুমি ।
হাসিখুশি  মোরা থাকি
মোদের দেশ ভারত ভূমি।


Suman Ranjan Sen
Karimganj,Assam, India