মশার সৃষ্টি
   সুমন রঞ্জন সেন
          29/07/2019
নোংরা যখন আশেপাশে
মশার বৃদ্ধি হবে,
ডেঙ্গু মশায় কামড় দিলে
সবাই জ্বালায় রবে।


মশার নিধন চলছে কোথায়!
মরছে নাতো মশা,
আস্তে আস্তে ক্ষতি সবার
হায় রে করুণ দশা।


সবার পুকুর খেয়াল রাখো
নয়তো মশার সৃষ্টি,
লোকের ক্ষতি হবে সত্য
দাও যে সবাই দৃষ্টি।


নদী-নালা আছে যাহা
নিত্য জলের খেলা,
কোনো কিছু পচে গেলে
এই তো মশার মেলা।


পরিবেশের খেয়াল রাখা
সবার উচিত বটে,
তাহা ভুলে ব্যস্ত থাকলে
অনেক কিছু ঘটে।


Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.