মুখ্য মশাই
                  শ্রী সুমন রঞ্জন সেন
                  ২৫/০২/২০১৯


গ্রামের ফাঁকে রাস্তা পাশে
দৃষ্ট চোখে পাখির বাসা।
আপন মনে আছে রঙ্গে
নিত্য তাদের যাওয়া আসা।


মুখ্য মশাই ডানা মেলে
ঘুরে চলে গাছের ডালে।
সত্যি যেন ইচ্ছা মতো
বাসা ছেড়ে নব তালে।


বলার জন্য নয় যে এমন
মুখে বলবে করবে খসাই।
হঠাৎ এলে রেগে উঠে
দেখা যাচ্ছে  আজকে  মশাই।


কেমন ভাবে উড়ে চলে
সবার চলন চোখে ভাসে।
কাছে থেকে শত ফাঁকি
দিতে পেরে  মুচকি হাসে।


থাকলে কাজে হাসি ফুটে
বাসা যখন সবার বটে
সময় ছাড়া  নতুন নিয়ম
চলার গতি ধীর ঘটে।


ধন্দ কেবল বাসা মাঝে
পাখি সবাই  নিত্য রঙ্গে
কিছু পাখি আপন ভেবে
কাজ করে সবার সঙ্গে।