বর্ণক্রম -প্রাস্বরিক ম্রৈত্যুয়িকী


মুখোশ পরে
             সুমন রঞ্জন সেন
           ০৭-৩-২০২০ খ্রিস্টাব্দ।
           (করিমগঞ্জ, আসাম)


মায়ার ভবে আপন সবে
আপন থাকে দূরে,
মুখোশ পরে কেমন করে
জগত মাঝে জুড়ে।


লোভের বশে জীবন চলে
মধুর কথা মুখে,
বিপদ কালে আপন ফেলে
তখন থাকে সুখে!


হৃদয় ভরা শোকের কথা
যখন শুনে মনে,
আকাশ মাঝে নীলের খেলা
হৃদয় সাজে ধনে।


মানুষ চেনা তারার গনা
আকাশ মাঝে থাকে,
হৃদয় মাঝে অনেক কথা
মনের ছবি আঁকে ।


বর্ণক্রম-প্রাস্বরিক ছন্দগঠন:v—vv/v—vv/v—vv/vv