নির্জন রজনী
             শ্রী সুমন রঞ্জন সেন
              ০৭/০৩/২০১৯ ইং


নির্জন রজনী
শয্যা মাঝে একাকী শয়নে
তন্দ্রাচ্ছন্ন চক্ষু  
ঘুম নয়
চারিদিকে শুধু অন্ধকার আর...
চিন্তায় কাতর কোমল হৃদয়
কেটে যাবে কিছু কাল
চিন্তা কেন?
শুধু স্বপ্ন চোখের পাতায়
আশায় জীবন নব রেখা
শত হাসি মুখে আসে
মুহূর্তে কম্পিত  হাস্যময় চিত্ত
অশ্রু সিক্ত নয়ন যুগল
দিবানিশি দেখা শুধু
জীবন সাগর নির্জন রজনী
চিরকাল নয়
সাগরের ঢেউ বদল করবে
মর্ম স্পর্শে  আলো রশ্মি
সত্যিই আলোকময় হবে মিত্র
সূর্য জ্যোতি যখন আসবে
শত সঙ্গ দেখা হবে
অন্তর তখন...
নির্জন রজনী যখন নয়নে
সত্যি ঘুমে পড়ে যাব
চিন্তন করলে নিত্য জ্বালা।


Suman Ranjan Sen
Karimganj,Assam,India.