অক্ষিবিভ্রম
        সুমন রঞ্জন সেন
        08/07/2019
মোহে পড়ে হৃদয় ডুবে
বাড়তে থাকে মায়া,
আসল কোনটা নকল কোনটা
শুধু দেখে কায়া।


ধৈর্য্য ধরে সঠিক চলো
শান্তি থাকবে চিত্ত,
মায়ার খেলায় হৃদয় জুড়ে
মায়া পাবে নিত্য।


সোজা পথটা ভুলে গিয়ে
ভ্রান্ত পথের দেখা,
পাপের বোঝা বেড়ে গেলে
কতো কিছু শেখা।


দেখবে যত শিখবে তত
কর্মে সবাই রত,
মুখের সাথে অন্তর অমিল
মিলবে আবার শত।


কান্না-হাসি এ ভুবনে
করছে কতো খেলা,
সুখে-দুঃখে জীবন চলে
ক্ষণিক কালের মেলা।


Suman Ranjan Sen 
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.