"পশু হয়ে "
                            সুমন রঞ্জন সেন
                           (সহকারী শিক্ষক)
                              22/08/2018
পশু হয়ে , জন্মেছি যখন কতো যাতনা পাই।
মানব পাশে থাকি বটে মানবতা দেখি নাই ।।
লাভের আশায় যতন করে পালন করে  মোরে ।
হঠাৎ কেমন করে যেন প্রাণ নেয় কেড়ে।।
বাঁচার ইচ্ছায় আছি ভবে বাঁচতে নাহি পারছি।
মরার আগে  যাচ্ছে  প্রাণ অস্ত্রাঘাতে মরছি।।
কতো আশা কতো ভয়ে যাচ্ছে জীবন  চলে।
সবাই যেন কর্মে ব্যস্ত  কেহ কিছু নাহি বলে।।
জগত মাঝে ইচ্ছে নাহি জন্ম নিব পশু হয়ে।
আসিব না আর ,এ কথা বলি শুধু যেন হৃদয়ে।।
নাহি বুদ্ধি, তেমন নাহি শক্তি মোর  দেহে।
বাঁচার আশায় কতো সহ্য নিচ্ছি  নীরবে
বহে।।
                          নন্দপুর,করিমগঞ্জ,
                           আসাম,ভারতবর্ষ