স্বপ্নে বিভোর
                শ্রী সুমন রঞ্জন সেন
                 ০১/০৪/২০১৯ ইং


আপন বলে ধরে নিয়ে
আপন করতে চাই,
মনের কথা তোমায় বলে
শান্তি আমি পাই।


এতো দিন যে আপন যেন
হঠাৎ করে পর,
কেমন ভাবে ভেঙ্গে দিলে
স্বপ্নে বিভোর ঘর।


ভালোবাসা অন্তর মাঝে
অন্তর মাঝে নাই,
কেমন করে থাকব আমি
দিলে না যে ঠাঁই ।


বুঝলে না যে মনের কথা
হৃদয় ভেঙ্গে জয়,
লোভের বশে দূরে গেলে
তাহা সঠিক নয়।


আমায় ভুলে থাকতে পারে
সঙ্গের এমন মন,
হৃদয় জুড়ে তোর যে ছবি
আমার সোনা ধন।


Suman Ranjan Sen.
Karimganj,Assam,India.