উপদেষ্টা
            সুমন রঞ্জন সেন
             31/07/2019


দাদুর হাতে লাঠি দেখে
দিদার কাছে চলা,
লাঠি নিয়ে চলেন সদা
দাদুর কথা বলা।


আমার ভীষণ আপন পেলাম
যখন বলি মুখে,
দাদু তখন হেসে বলেন
তোকে রাখব সুখে।


বয়স হলে লাঠি ছাড়া
চলতে কষ্ট সত্য,
হৃদয় দিয়ে বাসি ভালো
কতো কিছু কথ্য।


বয়স হলে ভয় পাবি না
শিখবে অনেক কিছু,
উপদেষ্টার কথা মানলে
হবে অনেক উঁচু ।


মায়ার বশে অন্তর হাসে
কতকিছু শেখা,
অগ্র হবে জীবন যাত্রা
দৃষ্ট শত রেখা।


Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.