দুঃখের ভিতর শব্দ নয়কো শুধু জড়
তীব্র দহনে হয়ে ওঠে সজীব।
জীবন ও সমাজকে দেখার চোখ খোলে দুঃখের ভিতর শব্দ।
স্বর্ণ যেমন আগুনে হয়ে ওঠে নবসূর্য
তেমনি দুঃখের ভিতর শব্দ গ্রন্থের মানুষ হয়ে ওঠে।
সীমান্তের রক্ষীর মতো জেগে থাকে,
আবার কখনো শব্দের শাসনে জীবনে লোভী তরঙ্গের প্রতিধ্বনি।
সাইক্লোন, সুনামি ধেয়ে আসে দুঃখের ভিতর শব্দে,
জীর্ণতার মৃত্যু ঘটে এই দৈত্যরুপী তরঙ্গে।