সারাদিনের ক্লান্ত শরীর যখন চাই ঘুম,মনে হয় কি একটা বুঝি করার কথা ছিলো
কী একটা বুঝি "করা হলো না"নিয়ে  জানালার পাশে আধখাওয়া চাঁদ উঁকি মারে,আমায় সারা রাত জাগায় বাকী "আধখানার" গিলে খাওয়ার যন্ত্রণা দিতে দিতে..
এরই নাম কি ব্যর্থতা?


কি একটা বুঝি পাওয়ার কথা ছিলো,
কি একটা বুঝি "পেলাম না"বুকের মধ্যে দলাপাকা কষ্ট হয়ে উঠে আসে,কণ্ঠনালীতে চাপ দেয়,ঢোক গিলতে কষ্ট হয়..কথাগুলো দীর্ঘশ্বাস
হয়ে বয়ে যেতে থাকে...
এরই নাম কি বেদনা ?


কাকে যেন লুকিয়ে রেখেছি অতীতের আড়ালে
বিছনায় জুড়ানো শরীরের ,প্রেমের কপালে  ক্লান্তির ঘাম দেখে তৃপ্ত হওয়ার কথা,কিন্তু ওই ঘাম আনে শীতের রাতের বৃষ্টি,.,বাধ্য করে আমায় ভিজতে...
এরই নাম কি শোক?


কাকে যেন একটা আঘাত ফিরিয়ে দিতে হত
"ফিরিয়ে দিতে চাওয়া আঘাত" আমাকেই ঘাড় ধরে নতমস্তক করে আমিই আমার কাছে অপমানিত হই আমার
হৃদয় সব ভুলে আবার হাত পাতে
এরই নাম কি প্রেম?
না এই যন্ত্রণা,দীর্ঘশ্বাস,শীতের রাতে ভেজা,এই ভিকিরির মতো হাত পাতা..
এ কি তবে আমার ভারসাম্যহীনতা?